reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

জাকির মজুমদার

জীবন-আকাশ

প্রতিদিনই চাই না রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকাল

চাই দিনের বিবর্ণ শুরুর রংটাও

সৌর্যবীর্যেও যেন মননে রয় বহাল

নামতে পারে আমার আকাশেও আঁধার।

আমি তাই, শুধুই আকাশে নীল খুঁজি না

খুঁজি সাদা মেঘের ভেলাও

কেবলই পেতে চাই না আকাশের স্নিগ্ধতা

চাই ঝড়-বৃষ্টি-বজ্র-নিনাদও।

মানবজীবনও যে এক আকাশ

যার রংও নীল হয়, যেখানে

সাদা মেঘেরা জমাট হয় অথবা

কালো মেঘ হয়ে বৃষ্টি ঝরায়।

গোলাপি গোধূলির পর নামে রাত

আঁধারে ঢেকে যায় জীবন-আকাশ

ভয় কী? জোছনা-তারাদের খুঁজে নেব

কোনো আলোকোজ্জ্বল প্রভাতকে করব মোলাকাত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close