আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ আগস্ট, ২০১৭

তালেবানদের আলোচনায় বসাতে ভূমিকা নিতে পারে পাকিস্তান’

রেক্স টিলারসন মনে করেন, তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তান চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আফগানিস্তানে তালেবানদের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা উল্লেখ করে দেশটির ওপর আরো চাপ বাড়ানোর কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ।

পাকিস্তান যদিও তালেবানদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। তবে টিলারসন এমন ইঙ্গিত দিয়েছেন যে, নিজেদের আচরণ পরিবর্তন না করলে আমেরিকার কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা হারাতে হবে পাকিস্তানকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির নিরাপত্তা বাহিনীকে মার্কিন সামরিক বাহিনীর সহায়তার আশ্বাস-সম্বলিত নতুন নীতি ঘোষণা করার একদিন পরেই এবার পাকিস্তানের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর হুঁশিয়ারি এলো। যুক্তরাষ্ট্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ সহযোগী একটি দেশ। পাকিস্তান ন্যাটোর বাইরে থাকা জোটের অংশীদার হিসেবে বিশেষ মর্যাদা পেয়ে থাকে এবং বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা লাভ করে। কিন্তু টিলারসন বলেছেন, সন্ত্রাসীরা পাকিস্তানের মাটিকে যেভাবে নিজেদের নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহার করছে, সেখানে দেশটি তার অবস্থান পরিবর্তন না করলে এসব সুবিধা পাওয়ার বিষয়ও নতুন করে ভাবতে হবে। রেক্স টিলাসন মনে করেন তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তান চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। টিলারসন বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাদের জনগণ সন্ত্রাসবাদের শিকার হয়েছে। পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী সংগঠনের মোকাবেলায় তাদেরকে সহায়তার জন্য আমেরিকা প্রস্তুত। তবে তাদের অবশ্যই সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে হবে। পাকিস্তানের স্থিতিশীলতা আমেরিকা এবং অন্যান্য দেশের চিন্তার বিষয় বলেও তিনি উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তার ভাষায় ‘তারা পরমাণু শক্তিধর এবং এসব অস্ত্রের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।’

টিলারসন আফগানিস্তানে যে আমেরিকা জয়ী হতে না-ও পারে সে বিষয়ে তার উপলব্ধির কথাও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা হয়তো জয়ী হব না কিন্তু তালেবানরাও জিততে পারবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist