আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুলাই, ২০১৭

সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পাকিস্তান

মার্কিন রিপোর্ট

পাকিস্তান সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরে কান্ট্রি ওন টেররিজম শীর্ষক এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। প্রতি বছরই মার্কিন আইনসভা কংগ্রেসে সন্ত্রাস দমন নিয়ে একটি রিপোর্ট দেয় সে দেশের পররাষ্ট্র দফতর। বিভিন্ন দেশ জঙ্গি দমনে কতটা এগিয়েছে বা আমেরিকার সঙ্গে তাদের সহযোগিতা কতটা নিবিড়, তার বিশদ বিবরণ থাকে তাতে। সেই রিপোর্টেই মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলা চালাচ্ছে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক। রিপোর্টে বলা হয়েছে, পাক জঙ্গিরা ভারতকে নিশানা করেই চলেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি-পাক সেনা তেহরিক-ই-তালেবানের মতো সংগঠনের বিরুদ্ধে অভিযান চালালেও লস্কর বা জইশের বিরুদ্ধে কখনোই সক্রিয় হয়নি। এসব জঙ্গি সংগঠন পাকিস্তান থেকেই অর্থ সংগ্রহ করে, পাকিস্তানের মাটিতেই শিবির গড়ে প্রশিক্ষণ চালাচ্ছে। আফগানিস্তান নিয়েও পাক ভূমিকায় অসন্তুষ্ট আমেরিকা। রিপোর্টে বলা হয়েছে, আফগান সরকার ও আফগান তালেবানের মধ্যে শান্তিপ্রক্রিয়াকে সমর্থন করেছিল পাকিস্তান। কিন্তু তালেবানকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পাকিস্তান থেকেই ওই জঙ্গি সংগঠন আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

৫০০ কোটি ডলারের মার্কিন টোপ গিলিনি নওয়াজ : পানামা দুর্নীতিতে মুখ পুড়েছে গোটা পরিবারের। দেশের সর্বত্র তার পদত্যাগের দাবি উঠছে। গদি সামলাতে তাই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের দোহাই দিচ্ছেন নওয়াজ শরিফ। গত বুধবার পাঞ্জাবের শিয়ালকোটে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন শরিফ। সেখানে বলেন, ‘১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা ঠেকাতে ৫০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন বিল ক্লিনটন। বিশ্বাসঘাতক হলে হাত পেতে টাকা নিয়ে নিতাম। দেশকে ভালোবাসি বলেই সেই প্রস্তাবে সাড়া দিইনি।’ দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নওয়াজ। তার মতে, ‘নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। যাতে খুব সহজে ক্ষমতা দখল করা যায়। সাধারণ মানুষ আমার পাশে থাকায় নির্বাচনের মাধ্যমে তা কোনোভাবেই সম্ভব নয়। তাই দুর্নীতিসংক্রান্ত মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আর কোনো দুর্নীতির কথা বলছে ওরা আমার সরকার সাধারণ মানুষের এক পয়সাও এদিক-ওদিক করেনি। ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাক। জানি পারবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist