আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০২৪

বোমাতঙ্কে কানাডায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

বোমা হামলা হুমকির মুখে যুক্তরাষ্ট্রগামী ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান কানাডার প্রত্যন্ত অঞ্চলের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

অনলাইনে পাওয়া হুমকির পর মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট কানাডার ইকালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন পাইলট। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বোমা হামলার ?ভুয়া হুমকির পর গত ৪৮ ঘণ্টায় ভারতীয় অন্তত ছয়টি ফ্লাইট গ্রাউন্ড করা হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার শিকাগোগামী বোয়িং ৭৭৭-এর একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এরপর যাত্রীবাহী ওই বিমান কানাডার নুনাভুতের ইকালুইট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বিমানটিতে তল্লাশি চালানোর সময় যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close