আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০২৪

চিলির উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প

চিলির উত্তরাঞ্চলে গত সোমবার ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ জানায় এতে কোনো প্রকার হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সান্তিয়াগো থেকে সিনহুয়া জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৬২৭ টায়) ভূমিকম্পটি আঘাত হানে। এটির কেন্দ্রস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার উত্তরে ইকুইকের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার ইউনিভার্সিটি অফ চিলি জানিয়েছে, ৩৯ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। চিলির উপকূলে কোনো সুনামির হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছে চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত চিলি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবন দেশগুলোর একটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close