আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েলি সেনারা

কাতার-ইরাক ও সৌদি আরবের নিন্দা

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এ নিয়ে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। গত সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, সিরিয়ায় ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক-সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি।

গত রোববার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী, সিরিয়ায় গত রোববার থেকে অন্তত ৩০০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি সোমবার বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছেন, গোলান মালভূমি আরবের ভূখণ্ড।

ইরাকও কড়া নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনের গভীর লঙ্ঘন করেছে। গত রোববার সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েল। এ ছাড়া আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল দখল করছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাফার জোন দখল করতে তার বাহিনীকে নির্দেশ দেন। সোমবার নেতানিয়াহু বলেছেন, অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলের চিরকাল থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close