আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০২৪

আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি নেতানিয়াহুর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিদ্রোহী যোদ্ধাদের অভিযানে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। এদিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিদর্শনে যান। সীমান্ত পরিদর্শনকালে তিনি সিরিয়ায় ক্ষমতার পালাবদলকে স্বাগত জানান। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বাশার আল-আসাদ সরকার ইরানের শয়তান অক্ষ বা চক্রের একটি কেন্দ্রীয় যোগসূত্র- এই শাসনের পতন হয়েছে।

বাশার আল-আসাদ সরকারের পতনের কৃতিত্ব দাবি করেন নেতানিয়াহু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close