ডিআইইউ প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব মানবাধিকার দিবসে ডিআইইউতে ছাত্রদলের মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

‘গুম নয় চাই নিরাপত্তা’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি'র ভাতৃ-প্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ডিআইইউ ছাত্রদল, ইউআইইউ ছাত্রদল ও ইউআইটিএস ছাত্রদল সম্মিলিতভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী কথার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

ডিআইইউ ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ বলেন, বিগত ১৫ বছরে হাসিনার স্বৈরাচারী শাসন আমলে যে শত শত গুম, খুন হয়েছে তাদের বিচার করতে হবে এবং রাজনৈতিক বন্দীদের নিঃসর্তে মুক্তি দিতে হবে।

ইউআইইউ ছাত্রনেতা নাজমুল আলম পলক বলেন, বিগত ১৫ বছরে দেশে যে গুম, খুন, হত্যা করা হয়েছে তার সঠিক বিচার করতে হবে এবং দেশে মুক্ত বাকস্বাধীনতা যেন ফিরে আসে এবং আমরা যেন দেশে সুন্দর ভাবে বসবাস করতে পারি এই আহবান জানাই।

মানববন্ধন শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা-৩১ দফার বই বিতরণ করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close