প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ মার্চ, ২০২৪

চার মামলায় ইমরান খানের জামিন

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চার মামলায় জামিন দিয়েছেন লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত।

গত শুক্রবার জিলে শাহ হত্যা, জামান পার্কের বাইরে পুলিশের ওপর হামলা, পিএমএল-এনের অফিস এবং একটি কন্টেনাইরে অগ্নিসংযোগের অভিযোগ এনে করা মামলাগুলোয় জামিন পান তিনি। শুনানি শেষে জামিন মঞ্জুর করে রায় দেন বিচারক আশাদ জাভেদ। একই সঙ্গে প্রতিটি মামলায় আবেদনকারীকে ৫ লাখ রুপির বন্ড প্রদানের নির্দেশ দেন তিনি। খবর ডনের।

শুনানি চলাকালে কারাবন্দি ইমরান খানের জামিন আবেদনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকারী বিশেষ আইনজীবী রানা শাকিল বলেন, গত বছরের ৯ মের হামলায় অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন ইমরান খান। এ ছাড়া তার নির্দেশেই সেনাবাহিনীর স্থাপনায় হামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close