প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

তিন আরোহী নিয়ে হ্রদে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার

রাশিয়ার উত্তরাঞ্চলীয় কারেলিয়া অঞ্চলের হ্রদে দেশটির জরুরি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে। গতকাল সোমবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

এক টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম হ্রদ কারেলিয়ার ওনেগা হ্রদের তীর থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরতায় পাওয়া গেছে। এটি একটি প্রশিক্ষণ হেলিকপ্টার ছিল। জরুরি মন্ত্রণালয় আরো জানিয়েছে, হেলিকপ্টারটির খোঁজে ডুবুরি ও একটি রিমোট নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার যান মোতায়েন করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close