প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

নামিবিয়ার প্রেসিডেন্ট গেইঙ্গোব মারা গেছেন

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব গতকাল রবিবার সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গেইঙ্গোব ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে এই শোক সংবাদ জানিয়েছে নামিবিয়ার প্রেসিডেন্সি কার্যালয়। গতকাল এ খবর জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নামিবিয়ার রাজধানী উয়িনঢোয়েকে লেডি পোহাম্বা হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন গেইঙ্গোব। সেখানেই গতকাল সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় প্রেসিডেন্টের স্ত্রী ও সন্তান পাশে ছিলেন।

গত জানুয়ারি মাসে গেইঙ্গোবের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন

তিনি। গেইঙ্গোবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এমবুম্বা বলেন, ‘আমি গতকালই (শনিবার) জাতিকে জানিয়েছি, চিকিৎসক দল আমাদের রাষ্ট্রপতির সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close