প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০২৪

বিজেপির সঙ্গে হাত মেলাতে বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার গভর্নর (রাজ্যপাল) রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন নীতীশ কুমার। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নতুন সরকার গঠনের ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মহাজোট থেকে বিচ্ছিন্ন হয়ে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা পার্টির (আরজেডি) সমর্থনে এ সিদ্ধান্ত নেন তিনি।

নীতীশ কুমার তার বাসভবনে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধানসভা সদস্যদের সঙ্গে বৈঠকের পর রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করেন। আশা করা হচ্ছে, জেডিইউ সভাপতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব জানাবেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নীতীশ কুমারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close