প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার নাগরিকত্ব পেলেন স্নোডেন

মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস করে বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৬ সেপ্টেম্বর) স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর করে একটি ডিক্রিতে সই করেছেন পুতিন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন এই স্নোডেন। ২০১৩ সালে মার্কিন গোপন নথি ফাঁস করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন।

এদিকে স্নোডেনকে রাশিয়া নাগরিকত্ব দেওয়ার পর এ বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। ক্রেমলিনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগে ফৌজদারি বিচারের জন্য স্নোডেনের হস্তান্তর চেয়ে আসছে। রাশিয়া ২০২০ সালে স্নোডেনকে সে দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এই অনুমতি পাওয়ার পরই রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য স্নোডেনের পথ সুগম হয়। এখন স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর হওয়ার পর তার স্ত্রী লিন্ডসে মিলসও রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন স্নোডেনের আইনজীবী। লিন্ডসে ২০২০ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close