প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ জুলাই, ২০২২

ইউক্রেনে আইএস যোদ্ধা পাঠাচ্ছে সিআইএ!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে পঞ্চম মাসে। এর মধ্যে প্রাণ গেছে অনেকের। রাশিয়াকে একঘরে করেছে পশ্চিমা বিশ্ব। একে অপরকে দোষ চাপাচ্ছে দুই পক্ষ। এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ার আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। খবর úুতনিকের।

সিরিয়ার উত্তর-পূর্ব অংশে কুর্দিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে। একটি সূত্রের বরাত দিয়ে স্পুতনিক এসব খবর দিয়েছে।

স্পুতনিকের খবরে বলা হয়েছে, দায়েসের ৯০ জঙ্গিকে আমেরিকা নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। তাদের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নের নানা দেশ, ইরাক, চেচনিয়া ও চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক। তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল-তানফে জড়ো করা হচ্ছে। তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে।

বিস্ফোরণে কেঁপে উঠল মাইকোলাইভ শহর : শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহর। গতকাল শনিবার ভোরে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে শহরের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ এ তথ্য জানিয়েছেন। ওডেসায় কৃষ্ণ সাগর বন্দরের কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহতের এক দিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবার বিস্ফোরণের আগে ওডেসার গুরুত্বপূর্ণ বন্দরের সীমান্তবর্তী মাইকোলাইভ অঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। মেসেজিং অ্যাপে টেলিগ্রামে দেওয়া পোস্টে মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, ‘শহরে শক্তিশালী বিস্ফোরণ! আশ্রয়কেন্দ্রে থাকুন!’

স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ফেলেছে রাশিয়া : স্নেক আইল্যান্ডে রাশিয়া অগ্নিসংযোগকারী ফসফরাস বোমা ফেলেছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। কৃষ্ণসাগরে ইউক্রেনের মালিকানাধীন এ দ্বীপ এলাকা থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়ার এক দিন পরই এ অভিযোগ করা হলো। ফসফরাস বোমা হলো একধরনের অগ্নিসংযোগকারী বোমা। আন্তর্জাতিকভাবে বেসামরিকদের বিরুদ্ধে এর ব্যবহার নিষিদ্ধ। তবে সামরিক স্থাপনায় আঘাত হানতে এর ব্যবহার করা যায়।

শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া অঞ্চল থেকে দুটি এসইউ-৩০ যুদ্ধবিমান উড়ে এসে ফসফরাস বোমা ফেলেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সন্ধ্যা ৬টার দিকে রুশ বিমানবাহিনী এসইউ-৩০ বিমান থেকে জামিনি আইল্যান্ডে দুবার ফসফরাস বোমা ফেলা হয়েছে।’ স্নেক আইল্যান্ড দ্বীপটি জামিনি আইল্যান্ড নামেও পরিচিত।

গত বৃহস্পতিবার স্নেক আইল্যান্ড থেকে সরে যান রুশ সেনারা। একে ‘বন্ধুত্বের নিদর্শন’ বলে উল্লেখ করেছে রুশ সেনাবাহিনী। বলেছে, কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে নিরাপদ শস্য রপ্তানি নিশ্চিত করতে জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে হস্তক্ষেপ করবে না মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, রাশিয়া নিজেদের ঘোষণার প্রতি শ্রদ্ধাপূর্ণ থাকতে পারছে না। ‘স্নেক আইল্যান্ড’ থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার ইউক্রেন কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, একটি বিমান থেকে আইল্যান্ডের ওপর কমপক্ষে দুবার বোমা ফেলা হচ্ছে।

কিয়েভের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বেশ কয়েকবার ফসফরাস বোমা ব্যবহার করেছে মস্কো। এ বোমা দিয়ে বেসামরিক এলাকায়ও হামলা করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রুশ সেনাবাহিনীর সদস্যরা স্নেক আইল্যান্ড থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। দানুবে দেলতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ইউক্রেনীয় উপকূলে স্নেক আইল্যান্ডের অবস্থান। যুদ্ধ শুরুর আগে থেকেই এটিকে ইউক্রেন সীমানায় সেনানিয়ন্ত্রিত এলাকা হিসেবে বিবেচনা করা হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close