প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জুন, ২০২২

পোল্যান্ড সীমান্তের কাছেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৫০ মাইল দূরে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র রুশ ছিটমহল কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন সিনিয়র রুশ আইনপ্রণেতা। খবর রয়টার্সের।

রিয়া নভোস্তি রুশ আইনপ্রণেতাকে উদ্ধৃত করে জানিয়েছে, বাল্টিক সাগরের ছিটমহলে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই ছিটমহলটির রাজধানী শহরের নামও কালিনিনগ্রাদ। যা পোল্যান্ড থেকে মাত্র ৫০ মাইল দূরে।

রুশ বার্তা সংস্থাকে এই তথ্য জানান অবসরপ্রাপ্ত কর্নেল জেনারেল ভ্লাদিমির শামানভ। তিনি রুশ পার্লামেন্ট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান। অবশ্য কতটি ক্ষেপণাস্ত্র কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকা অবস্থায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। এই মাসের শুরুতে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়নের কাছে রুশ কয়লা, লোহা, তেল ও স্টিলের পণ্যের ট্রানজিটে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে।

মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের তথ্য অনুসারে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে ন্যাটোর কাছে এসএস-২৬ স্টোন নামে পরিচিত। এটি একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যাতে রয়েছে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি ৩০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। এটি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের সেন্টার ফর ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপের অনাবাসিক সিনিয়র গবেষক ড্যানিয়েল হ্যামিল্টন বলেছেন, কালিনিনগ্রাদে মোতায়েনকৃত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড যুক্ত করা আছে কখনো নির্দিষ্টভাবে স্বীকার করেনি রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close