প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০২২

ইউক্রেন ছেড়েছে ৬০ লাখ মানুষ - জাতিসংঘ

রাশিয়ার আক্রমণের পর থেকে ৬০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে এ তথ্য। খবর আলজাজিরার।

যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে যারা পালিয়েছেন তাদের ৯০ ভাগই নারী ও শিশু। টানা এক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে ১১ মে পর্যন্ত ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে বেশি শরনার্থী সৃষ্টি হয়েছে মার্চে। একমাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাড়িয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close