প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ নভেম্বর, ২০২১

আসিয়ান নেতাদের জিনপিং

ছোট দেশগুলোকে ভয় দেখাবে না চীন

চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ভয় দেখাবে না। গতকাল সোমবার এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতাদের কাছে এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীন-আসিয়ান সম্পর্কের ৩০ বছর পূর্তিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর ডয়েচে ভেলের।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের সংস্থা আসিয়ান। এর সদস্য ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনাই ও মালয়েশিয়ার সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিবাদ রয়েছে। আসিয়ানের অন্য সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

গত বৃহস্পতিবার চীনের কোস্টগার্ডের তিনটি জাহাজ ফিলিপাইনের দুটি নৌকার পথ রোধ করে এবং তাদের দিকে অনেক জোরে পানি ছুড়ে মারে। ফিলিপাইনের নৌকা দুটি দক্ষিণ চীন সাগরের একটি বালুচরে থাকা তাদের সেনাদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছিল। কিন্তু চীনের বাধার কারণে তাদের ফিরে যেতে হয়। শুক্রবার যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ‘বিপজ্জনক, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close