প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০২১

‘নোবেল পুরস্কারে কোনো জেন্ডার কোটা হবে না’

রয়েল সুইডিশ অ্যাকাডেমির প্রধান গোরান হ্যানসন জানিয়েছেন, নোবেল পুরস্কারে কোনো ধরনের জেন্ডার বা নৃতাত্ত্বিক কোটা হবে না। বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী কমিটির এই প্রধান বলেন, তারা চান মানুষ তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পুরস্কার জিতুক, জেন্ডার কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নয়। খবর আলজাজিরার।

১৯০১ সালে সূচনার পর থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পর্যন্ত ৬০৯টি পুরস্কার প্রদান করেছে, যা পেয়েছেন ৯৭৫ জন। এরমধ্যে মাত্র ৫৯ জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে পুরুষের তুলনায় নারী মাত্র ৬ দশমিক ২ শতাংশ। সর্বশেষ এই বছর পুরস্কারে সম্মানিত হওয়া একমাত্র নারী মারিয়া রেসা। সহকর্মী সাংবাদিক দিমিত্রি মোরাতোভের সঙ্গে এবারে শান্তিতে নোবেল পেয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close