প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২১

বিশ্বে শনাক্ত ১০ কোটি ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ২ লাখ ৭৯ হাজার ৮৪৯ জন। আর মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৩৮১ জনের। এই মহামারির কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২৩০ জন। মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৫৯৭ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩১ হাজার ৩৯২ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৩৬০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬ লাখ ৭৭ হাজার ৭১০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬২৪ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৩ লাখ ৪৫ হাজার ২৭৮ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১৭ হাজার ৭১২ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৯ হাজার ৬০২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

এছাড়া, ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১৯৭ জন। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।

মেক্সিকোতে মৃত্যু ছাড়াল দেড় লাখ : করোনাভাইরাস মহামারিতে মেক্সিকোতে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই মৃত্যুর সংখ্যার এই দুঃখজনক মাইলফলক পার হয়। আগের দিন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও তার শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন। রাজধানী মেক্সিকো সিটির অসংখ্য পরিবারকে তাদের কোভিড-১৯ আক্রান্ত সদস্যদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ট্যাংক সংগ্রহে সংগ্রাম করতে হচ্ছে।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন আরো ৬৫৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলে দেশটিতে সরকারি হিসাবেই করোনাভাইরাস মহামারীতে মৃত্যু দাঁড়ায় এক লাখ ৫০ হাজার ২৭৩ জনে। একইদিন নতুন আট হাজার ৫২১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; এ নিয়ে মেক্সিকোতে সোমবার পর্যন্ত শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৭৪০ জনে দাঁড়ায় ।

দেশটির সরকার জানিয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। সংক্রমণের লাগাম টেনে ধরতে হিমশিম খাওয়া মেক্সিকো এখন করোনাভাইরাসে মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ। কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকোর প্রতিবেশী।

যুক্তরাজ্যে লাখ ছুঁইছুঁই মৃত্যুতে ক্ষোভ : যুক্তরাজ্যে কোভিড-১৯ এ মৃত্যু ১ লাখের কাছাকাছি পৌঁছে যাওয়ায় মৃতদের শোকার্ত স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য সংকট সামাল দেওয়া নিয়ে ক্ষুব্ধ তারা।

২০১৯ সালে চীনে প্রথম প্রাদুর্ভব ঘটা করোনাভাইরাস যখন পরের বছর মার্চ মাসে সন্তপর্ণে যুক্তরাজ্যে ছড়িয়েছিল, জনসন তখন বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, এ ভাইরাসকে বিদায় করা সম্ভব কয়েক সপ্তাহেই। কিন্তু পরে করোনাভাইরাসে ৯৭ হাজার ৯৩৯ জনের মৃত্যু নিয়ে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। দেশটিতে মৃতের এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যার চেয়ে বেশি, এমনকি যুক্তরাজ্যে ১৯৪০-৪১ সালে জার্মানির বোমায় নিহতের সংখ্যারও দ্বিগুণ; যদিও সে সময় মোট জনসংখ্যা এখনকার চেয়ে কম ছিল। কোভিডে মৃত্যুর এই মিছিলে মানুষজন কেবল শোকেই মুষড়ে পড়েনি, ক্ষোভেও জ্বলে উঠেছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার ২৮ দিনের মধ্যে মারা যাওয়া মানুষের সংখ্যা ২৪ জানুয়ারিতে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৩৯৩ জনে। গত সাত দিনে দৈনিক গড়ে মারা গেছে ১ হাজারের বেশি মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close