আন্তর্জাতিক ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৯

কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারা বিলোপ

- ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। গত রোববার হরিয়ানার পঞ্চকুলায় এক সভায় তিনি এমন মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, কাশ্মীর ইস্যুতে আমাদের প্রতিবেশী দেশ দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলেছে, কাশ্মীর নিয়ে ভুল করেছে ভারত। আমরা বলছি, এবার যদি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা হয় তাহলে কথা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে। তবে তার আগে তাদের জঙ্গি মদদ বন্ধ করতে হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ৩৭০ ধারা বাতিল করলাম আর প্রতিবেশী দেশ দুর্বল হয়ে গেল। তারা এখন দুনিয়ার বিভিন্ন দেশে ছোটাছুটি করছে।’

তিনি বলেন, বিরোধীরা বলে বেড়াত, বিজেপি ৩৭০ ধারাকে ছুঁতেও পারবে না। কাশ্মীরের এই ধারা যদি বাতিল করে তাহলে আর ক্ষমতায় ফিরতে পারবে না। অথচ ক্ষমতায় এসেই ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close