আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০১৯

বিজেপিতে থেকেও নেই শত্রুঘ্ন সিনহা

কলকাতায় বিজেপি এবং মোদির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রেখে বলিউডের সাবেক অভিনেতা শত্রুঘ্ন সিনহা আবার আলোচনায়। বিজেপির একাংশ মনে করে তাকে বহিষ্কার করা উচিত, তবে অন্য অংশের ধারণা, তাতে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিহারের পাটনা সাহিবের বিজেপি সাংসদ বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। হালে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপিবিরোধী মহাজোট সমাবেশ হলো ব্রিগেড ময়দানে। তাতে যোগ দিয়েছিলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘœ সিনহা। ব্রিগেডের সভায় দেওয়া ভাষণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বকে। প্রশ্ন তোলেন, নোটবন্দি, জ্বালানির মূল্যবৃদ্ধি, পণ্য ও পরিষেবা শুল্ক থেকে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে। তোপ দাগেন মোদি সরকারের বিরুদ্ধে। বলেন, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে তা জনগণের সামনে খোলসা না করতে পারলে প্রধানমন্ত্রী মোদির চৌকিদার চোর হ্যায় তকমা মুছে ফেলা যাবে না। মোদি সরকারের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে সরকারি নীতির প্রতিবাদ জানিয়ে এসেছেন শত্রুঘœ। কখনো ঘরোয়া মহলে, কখনো সভা সমিতিতে। রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড় বিধানসভা ভোটে বিজেপির পতন মোদি সরকারের নীতির ব্যর্থতা প্রমাণ করে। ব্রিগেডে তিনি প্রশংসা করলেন রাহুলের নেতৃত্বের। বললেন, জনপ্রতিনিধি হিসেবে মোদির সামনে তিনি আয়না হিসেবে কাজ করবেন কারণ, প্রথমে তিনি জনগণের, তারপর বিজেপির। ব্রিগেডে শত্রুঘ্ন সিনহার ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে দল দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেন বিহারের আরেক বিজেপি সাংসদ, বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি। তিনি বলেন, নিজের স্বার্থে আসন্ন সাধারণ নির্বাচনের মুখে এখন তিনি নিজের দাম বাড়াতে চাইছেন। বিজেপি মুখপাত্রর উক্তিকে কটাক্ষ করে শত্রুঘœ বলেছেন, মেরুদন্ড সোজা রেখে চললে যদি বিদ্রোহী তকমা দেওয়া হয়, তা হলে ক্ষতি নেই। শত্রুঘ্ন সিনহা নিজে চাইছেন বিজেপি তাকে বহিষ্কার করুক, অমূল্য গাঙ্গুলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close