আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০১৮

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৪ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ৩১টি গাড়ি সারিবদ্ধভাবে এক লাইনে দাঁড়িয়েছিল। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় লরিটি। এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায় স্টেশনে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, লরি চালক দাবি করেছেন যে, তার গাড়ির ব্রেকফেল হয়েছিল। তিনি ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

গত সপ্তাহের আগেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে একটি বাস নদীতে পড়ে গিয়ে ১৩ জন নিহত হয়েছিল।

এ ঘটনায় পুলিশের সরবরাহ করা একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পূর্বমুহূর্তে বাসের চালকের সঙ্গে এক যাত্রীর তর্কাতর্কি ও হাতাহাতি হচ্ছে। তার পরই বাসটি সামনে থাকা গাড়ি এড়াতে গিয়ে সেতু থেকে ছিটকে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close