আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

ফেসবুক ব্যবহার কমছে যুক্তরাষ্ট্রে!

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই মাধ্যম ব্যবহার থেকে সরে আসছে যুক্তরাষ্ট্রের অধিবাসীরা। সম্প্রতি মার্কিন নির্বাচনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের ঘটনা ফাঁস হয়ে যায়। আর এই পরিপ্রেক্ষিতেই মার্কিনিদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার কমছে। এমনটাই জানিয়েছে গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সম্প্রতি সংস্থাটি এ বিষয়ে একটি জরিপ চালিয়েছে। জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ মার্কিনি তথ্য ফাঁস হওয়ার আগের মতো করে ফেসবুক ব্যবহার করছেন না। অন্তত ৭৪শতাংশ প্রাপ্ত বয়স্ক মার্কিনি তাদের অ্যাকাউন্টের গোপনীয়তা পরিবর্তন করছে অথবা ফেসবুক ব্যবহার ছেড়ে দিচ্ছে।

এ ছাড়া, প্রতি ৪জন মার্কিনির ১জন তথ্যের নিরাপত্তাজনিত কারণে ফেসবুক অ্যাপটি ডিলিট করে দিয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে ও জনপ্রিয়তা যাচাই করতে অনেক মার্কিনির তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল। এমন তথ্য ফাঁস হওয়ার পর থেকেই ফেসবুকের প্রতি মার্কিনিদের বিশ্বাসে ধস নেমেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close