আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুন, ২০১৮

পরিবার বিচ্ছিন্ন শিশুদের পাশে মেলানিয়া

অবৈধ অভিবাসী পরিবারগুলো থেকে শিশুদের বিচ্ছিন্ন করার কঠোর নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পরিবার বিচ্ছিন্ন শিশুদের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার মেক্সিকো সীমান্তের কাছে একটি ফ্যাসিলিটি সেন্টার পরিদর্শন করেন তিনি। বিচ্ছিন্ন হয়ে পড়া এ শিশুদের কীভাবে দ্রুত পরিবারের সঙ্গে একত্র করা যাবে, তা নিয়ে আশ্রয়কেন্দ্রের কর্মীদের কাছ থেকে পরামর্শও চেয়েছেন মেলানিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদের আটক মা-বাবার কাছ থেকে করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন, ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে। তুমুল সমালোচনা ও চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্র রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনপ্রত্যাশী পরিবারগুলো থেকে শিশুদের বিচ্ছিন্নকরণ বন্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করার একদিন পরই আগে থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদের দেখতে যান মেলানিয়া। পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার (২১ জুন) অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে ম্যাকালেনে বর্ডার ফ্যাসিলিটিতে যান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাকালেনে ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০ জনেরও বেশি শিশুকে রাখা হয়েছে। সাধারণত প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করা হলেও সীমান্তেই বিচ্ছিন্ন হতে হয়েছে এমন ছয় শিশুও ওই আশ্রয়কেন্দ্রে আছে।

বৃহস্পতিবার আপব্রিং নিউ হোপ চিলড্রেন’স সেন্টার নামে ওই আশ্রয়কেন্দ্রে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সেক্রেটারি অ্যালেক্স আজার ও সেখানকার কর্মীদের সঙ্গে ওই শিশুদের অবস্থা নিয়ে আলোচনা করেন মেলানিয়া। সে সময় মার্কিন ফার্স্ট লেডি বলেন, এখানে এসে আনন্দিত বোধ করছি এবং শিশুদের দেখা ও তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। তবে সবার আগে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আপনারা যে কাজ করেন, প্রতিদিন যে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এ শিশুদের জন্য আপনারা যা করছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কীভাবে এ শিশুদের দ্রুত সম্ভব, তাদের পরিবারের সঙ্গে একত্র করা যাবে তা নিয়ে আপনাদের পরামর্শ চাই।’ মেলানিয়া একটি স্কুল কক্ষ পরিদর্শন করেন এবং প্রায় ২০ জন শিশুর সঙ্গে গল্প করেন। একটি শ্রেণিকক্ষে শিশুদের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস নিয়ে শিক্ষা দেওয়া হচ্ছিলো। দেয়ালে ছিল হাতে আঁকা একটি আমেরিকান পতাকা। শিশুরা সেখানে স্বাক্ষর করেছে। মেলানিয়াও সেখানে স্বাক্ষর করেন।

ট্রাম্প প্রশাসন ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় আটক অবৈধ অভিবাসীদের মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান অবস্থায় তাদের শিশু সন্তানদের বিচ্ছিন্ন করে সরকারের ডিটেনশন ফ্যাসালিটিজ ও ফস্টার কেয়ারে রাখা হচ্ছিল। সম্প্রতি এভাবে শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার নীতির বিরোধিতা করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার মুখপাত্র জানান, ‘পরিবারের কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করার দৃশ্যকে মেলানিয়া ঘৃণার চোখে দেখেন। তিনি আশা করেন, কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষ শেষ পর্যন্ত অভিবাসন আইন সংস্কারের প্রশ্নে একমত হতে পারবে।’

অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে সমালোচনার জবাবে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, তিনি নতুন কোনো অভিবাসন নীতি গ্রহণ করেননি। বিগত ডেমোক্র্যাট প্রশাসনের নেওয়া নীতি মেনেই মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন তিনি। অবশ্য অবৈধ অভিবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্নকরণের ঘটনা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোতেও দেখা গেছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, সে সংখ্যাটা অনেক কম ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist