আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জুন, ২০১৮

চলতি মাসেই তুরস্ক থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

তুরস্কে ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর জারিকৃত জরুরি অবস্থা উঠে যেতে পারে চলতি মাসেই। গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, আগমী ২৪ জুন সাধারণ নির্বাচনের পর জরুরি অবস্থা তুলে নেওয়া নিয়ে আলোচনা হবে। ২০১৬ সালের ১৫ জুলাই এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রথম জরুরি অবস্থা জারি করেছিলেন রিসেপ তায়িপ এরদোয়ান । পরে ৪ অক্টোবর দেশটির পার্লামেন্ট আরেক দফা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এই মেয়াদ বাড়ানো হচ্ছে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পর জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে। চলতি মাসের ২৪ তারিখে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলা হচ্ছে, নির্বাচনে এরদোয়ান তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে যাচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধীরা নতুন একটি ঐক্য গড়ে তুলেছে। ২০০৩ সাল থেকে তুরস্ক শাসন করে আসছেন এরদোয়ান। আসন্ন নির্বাচনে তিনি আবারও নিজেকে বিজয়ী দেখতে চান। গত বছর এক গণভোটের মাধ্যমে তার ক্ষমতাকে বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে বেশ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist