আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন, ২০১৮

ভারতে উচ্চবর্ণের হিন্দুদের হামলায় ৩ দলিত নিহত

ভারতের তামিলনাড়– প্রদেশে তিনজন দলিতকে কুপিয়ে হত্যা করেছে উচ্চবর্ণের হিন্দুরা। ঘটনার শুরু যথাযথ সম্মান না দেখানোর অভিযোগ থেকে। দুজন দলিত পায়ের ওপর পা তুলে বসে থাকায় উচ্চবর্ণের হিন্দুরা যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ করে। সংশ্লিষ্ট দুজন দলিতকে তারা এ নিয়ে অপদস্থও করে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক লিখেছে, দলিতরা থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় উচ্চবর্ণের এক হিন্দুকে। এতে ক্ষুব্ধ হয়ে তারা দল বেঁধে হামলা চালায়। ওই হামলায় নিহত হয় তিনজন। আহত হন আরো ছয় দলিত। হামলার ঘটনা ঘটে গত সোমবার প্রদেশটির শিভগাঙ্গা জেলার কাচানাথাম গ্রামে। মাদুরাইভিত্তিক এনজিও এভিডেন্সের পরিচালনা প্রধান এ কাথির জানিয়েছেন, ঘটনার শুরু গত ২৩ মে। ওই দিন কারুপাসামি মন্দিরের সামনে থেইভেনথিরান ও প্রবাকারান নামের দুই দলিতকে পায়ের ওপর পা তুলে বসে থাকতে দেখে দুজন উচ্চবর্ণের হিন্দু আপত্তি তোলে। উচ্চবর্ণের হিন্দুদের উপস্থিতিতে পায়ের ওপর পা তুলে বসার জন্য ওই দুই দলিতকে অপদস্থ করা হয়। কারণ নিম্নবর্ণের দলিতরা উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের ওপর পা তুলে বসবে তা উচ্চবর্ণের হিন্দুদের দৃষ্টিতে অসম্মানজনক। এ নিয়ে উচ্চবর্ণের হিন্দু ও নিম্নবর্ণের দলিতদের মধ্যে উত্তেজনা দেখা দিলে দলিতদের পক্ষে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে চান্দ্রাকুমারা নামের একজনের কথা উল্লেখ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠালে অভিযুক্তের ১৯ বছর বয়সী ছেলে সি সুমন প্রতিশোধ নিতে জনাবিশেক সহযোগীকে সঙ্গে নিয়ে দলিতদের বাড়িতে হামলা চালায়। রাত ৯টার পর চালানো ওই হামলার সময় তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর উল্লেখ করেছে, চান্দ্রাকুমারা ও তার ছেলের সঙ্গে আগে থেকেই দলিতদের আসন্ন পূজা নিয়ে মতদ্বৈততা চলছে। তা ছাড়া দলিতদের শহরের রাস্তা পরিষ্কার করে দেওয়ার কথা বলার পরও তারা তা করতে রাজি হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist