আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে, ২০১৮

আরশোলার দুধে প্রোটিন

আরশোলা দেখলে ভয় পায়, খুঁজলে এরকম অনেককেই পাওয়া যাবে। কিন্তু কেউ যদি বলে সেই আরশোলার দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল! শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছে একটি লাইফস্টাইল ম্যাগাজিন। তারা জানিয়েছে, নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, আরশোলার দুধে নাকি গরুর দুধের তুলনায় চারগুণ বেশি প্রোটিন রয়েছে। প্যাসিফিক বিটেল নামক আরশোলার প্রজাতির দুধেই প্রোটিনের মাত্রা সবচেয়ে বেশি।

তাছাড়া আরশোলার দুধে অ্যামিনো অ্যাসিডও প্রচুর পরিমাণে রয়েছে, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এদিকে, এই খবরটি প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। অনেকেই হেসে গড়িয়ে পড়েছেন খবরটি পড়ে। কেউ কেউ সমালোচনাও করেছেন। অনেকেই আবার জানিয়েছেন, কোনও ভাবেই তাঁরা আরশোলার দুধ খাবেন না। এই নিয়ে চলছে জোড় বিতর্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist