আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০১৮

তথ্য ফাঁসের দায়ে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্টের কারাদন্ড

জাতীয় নিরাপত্তাবিষয়ক গোপন তথ্য ফাঁসের মামলায় দোষী সাব্যস্ত করে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং জিউকে চার মাসের কারাদন্ড দিয়েছেন দেশটির উচ্চ আদালত। তবে জরিমানা পরিশোধ করে তিনি এ দন্ড থেকে মুক্তি পেতে পারেন। গতকাল এ মামলা নিয়ে আদালতের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম মা ইং জিউর কারাদন্ডের বিষয়টি প্রকাশ করে। তবে মা ইং জিউর অফিস বলছে, তিনি এ দন্ডের বিরুদ্ধে আপিল করবেন এবং তিনি অবশ্যই এ দন্ড থেকে মুক্তি পাবেন।

মা ইং জিউ তথ্য সুরক্ষা আইন মানেনি। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন। কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস করা প্রেসিডেন্টের কাজ না। তাই তাকে দোষী সাব্যস্ত করে চার মাসের কারাদন্ড দেওয়া হয়েছে বলে উচ্চ আদালতের বিবৃতি থেকে জানা গেছে। তবে তাইওয়ানের আইন অনুযায়ী, দেশটিতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে জরিমানা পরিশোধ করলে যেকোনো দন্ড থেকে মুক্তি পাওয়া যায়। সে ক্ষেত্রে মা ইং জিউ যদি তার বিরুদ্ধে করা চার হাজার ১৯ ডলার অর্থদন্ড পরিশোধ করেন তাহলে তিনিও মুক্তি পেতে পারেন।

এদিকে, দেশটির শীর্ষ ওই নেতার অফিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, মা ইং জিউ মামলার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist