আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৮

ভুল পতাকায় রাজাকে অভ্যর্থনা!

কানাডায় রাজকীয় সফরকালে বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাথিলদেকে অভ্যর্থনা জানানোর জন্য ভুল করে ওড়ানো হয় জার্মানির পতাকা। গত সোমবার কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েটের বাসভবনের সামনে কানাডার পতাকার পাশেই অবস্থান করছিল কালো, লাল ও হলুদ রঙের পতাকাটি। কিন্তু সমস্যা হচ্ছে, এ পতাকার রঙগুলোর অবস্থান পাশাপাশি, যেমনটা দেখা যায় জার্মানির পতাকায়। বেলজিয়ামের পতাকায় এ রঙগুলোর অবস্থান ওপর-নিচে। জানা যায়, গভর্নরের বাসভবনে অবস্থিত একটি গাছকে চিহ্নিত করতেই পতাকাগুলো সেখানে টানানো হয়। ১৯৭৭ সালে কানাডা সফরকালে এ গাছটি রোপণ করেছিলেন বেলজিয়ামের তৎকালীন রানি ফাবিওলা। এবারের সফরে ওই গাছটির পাশে আরেকটি চারা রোপণের কথা ছিল বেলজিয়ামের বর্তমান রাজা-রানির। জুলি পায়েটের একজন মুখপাত্র বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতির সময় ভুল পতাকার ব্যাপারটা আমাদের নজরে আসে। রাজদম্পতির বৃক্ষরোপণের আগেই আমরা পতাকা পরিবর্তন করে ফেলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist