আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

সিরিয়ায় বিমান হামলায় ৯৪ নাগরিক নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৯৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৩২৫ জন।

গতকাল যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের মধ্যে ২০ শিশু রয়েছে। এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘পূর্ব ঘুটা শহরতলির আবাসিক এলাকাগুলো মূলত তাদের হামলার লক্ষ্যবস্তু। সরকারি বাহিনী বড় ধরনের আরো হামলার পরিকল্পনা করছে।’

এ ব্যাপারে সিরিয়ার সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বলছে, শুধু বিদ্রোহীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের আঞ্চলিক সমন্বয়ক পানোস মুমাৎজিস বলেন, পূর্ব ঘুটাতে মানবিক সংকটে পড়েছেন বেসামরিক নাগরিকরা। সেখানকার অনেককেই বাধ্য হয়ে মাটির নিচে তাদের পরিবার নিয়ে থাকতে হচ্ছে।

স্থানীয় এক চিকিৎসক জার্মানিভিত্তিক সংবাদ সংস্থা ডিপিএকে জানিয়েছেন, আবাসিক এলাকাগুলোতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। এখানকার হাসপাতালগুলো ধারণক্ষমতার বাইরে। প্রয়োজনীয় ওষুধ শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ভেতরে বা আবাসিক এলাকায় যা-ই নড়ছে, সরকারি বিমান থেকে সেখানেই হামলা চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাজেন আল-শামি বলেন, ‘আবাসিক এলাকায় প্রতি মিনিটে ২০-৩০ শেল আঘাত হানছে, বিশেষ করে হামুরিয়েহ ও সাবকা এলাকায়।’ সিরিয়ার প্রধান বিরোধীপক্ষ ন্যাশনাল কোয়ালিশন, যারা এখন তুরস্কে অবস্থান করছে, পূর্ব ঘুটায় হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রক্রিয়া বিনষ্ট করার অভিযোগ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist