আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

মুক্তি মিলল রিটজ হোটেলে আটকে থাকা সৌদি ধনাঢ্যদের

দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষদিক থেকে রিয়াদের জমকালো রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল সকালে সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তদন্ত শেষে সন্দেহভাজন ওই প্রিন্স, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরের শুরুতে সৌদি আরবের প্রশাসন দুর্নীতিবিরোধী সর্বাত্মক অভিযান শুরুর পর কয়েক ডজন প্রিন্স, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীকে রাজধানী রিয়াদের বিখ্যাত রিটজ-কার্লটন হোটেলের ভেতরে কার্যত বন্দি করে রাখা হয়। নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে রাজকীয় ডিক্রি জারি করে এ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ পরে জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সমঝোতার মাধ্যমে তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তেলের দাম কমে যাওয়ায় বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা করতে যা কাজে দেবে। রাজকীয় ‘বন্দিশালায়’ পরিণত হওয়ায় নভেম্বর থেকেই রিটজ কার্লটনের স্বাভাবিক কর্মকান্ড বন্ধ ছিল।

গত শনিবার সৌদি আরবের অন্যতম শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল রিটজ হোটেল থেকে মুক্তি পেয়েছিলেন। কর্মকর্তারা তখন অন্য বন্দিদেরও শিগগিরই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist