আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০১৮

লেবাননকে সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ সিরিয়ার শরণার্থীদের

তুষার ঝড়ের কারণে দুর্বিষহ জীবন থেকে বাঁচতে লেবানন সরকারকে পাহাড়ি সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিরিয়ার শরণার্থীরা। তুষার ঝড়ের কারণে সিরিয়ার এসব শরণার্থী চরম বিপাকে পড়ে আছেন। সম্প্রতি লেবানন সীমান্ত পাড়ি দিতে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে অন্তত ১৭ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে গেছে লেবানন। চোরাকারবারির জন্য পরিচিত রুট ধরে ওই শরণার্থীরা রওনা দিয়ে তুষারঝড়ের কবলে পড়েন। গত সপ্তাহে ১৭ জন নিহতসহ আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। লেবাননের সীমান্তরক্ষী বাহিনী তাদের অংশে নিহতদের মরদেহ খুঁজে পেতে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। এদিকে তুরস্কের কাছে লোহিত সাগর হস্তান্তর করার পর থকেই উত্তেজনা বিরাজ করছে লেবানন সীমান্তে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist