reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

কুমকুম দত্ত

প্রেম তিলোত্তমা

আকাশে বিপরীতে বসে মুখ করে অন্ধকার

গঙ্গা ফড়িংয়ের দল মুখর বাতাসে;

নোনাজল সমুদ্র ভিজে যায় নহর বুকের

জমে জমে জল এক দিন প্রেম তিলোত্তমা

ধুয়ে যায় বৃষ্টির শহর একাকী মেঘের রাজ্যপাট

মনে রাজা বনে যায় কাতর চোখ চাতক;

পুড়ে যায় ইতিহাস বিরহ প্রেম শাশ্বত অকাল দাহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close