
০৯ এপ্রিল, ২০২৪
দিলীপ কির্ত্তুনিয়া
তোমাকে চাই

এবার পহেলা বৈশাখের আগে আগে
একটি তালপাতার পাখা
উপহার পেলাম।
তাতে লেখা... তোমাকে চাই।
এই গরমে ওই পাখাখানি
যতবার উড়ছে হাওয়ায়
ততবার বলছে... তোমাকে চাই... তোমাকে চাই।
পাখা নাড়তে নাড়তে
আমি যখন সামনের দিকে তাকাই
এই শব্দ... এই লেখা
তরঙ্গের মতো বয়ে যায়।
এই গরমে শুধু শীতল বাতাস নয়
ভালোবাসাও পাচ্ছি।
পহেলা বৈশাখে আমার ভাবনা
‘তোমাকে চাই’ লেখার বিপরীতে
তার হতে পারব তো?
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন