reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

মাহফুজ রিপন

বিন্নি ধানের জুমিয়া

দেখ বন্ধু বৈশাখ এসেছে দুমলং পাহাড়ে

বিন্নি ধানের শিষে লেগেছে বাহারি নাচন।

দুধ বিন্নি, রাঙা বিন্নি, চন্দন বিন্নির সোহাগ

জুমিয়াদের পরাণে, উঠোনে আর গাছঘরে।

নরম চালের পিঠাণ্ডপায়েশে ভরে যায়-

লুসাইয়ের ঘর, রাঙা বৌ চুয়া মুখে দেয়

লাল হয় সংসার, মন ভরে দেখ জুমিয়া

দুধ ধানের ঘ্রাণ আর মৌ বিন্নির বাইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close