reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

মাহবুবা ফারুক

ফিরা কি অয়?

মন বন্ধক দিয়া আইছি

পুশকুনির পাড়ের বেত-ঝোপের কানিত

ডাইক্কা উডা কুক্কা পক্ষির কাছে

চোউখ আটকাইয়া থইয়া আইছি কংসের পানিত

কেমনে থাহি এই ছানিপড়া নগরের সামনে?

হে আমারে ডাহেও না রাহেও না

বেহায়ার জীবন ফালাইয়া

ফিইরা যাওনের পথ বিচরাই জানে পরানে

বৈশাইগগা তুফান উড়াইয়া নেউক বেক কষ্ট

সূর্য ডুবলেই দিনের কামকাইজ বুচকা বান্দি

তারপরে ফিরি, ফিরতে থাহি ফিরতেই থাহি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close