reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

সোহরাব পাশা

বোশেখের বিনয় পঙ্ক্তি

‘স্বপ্নের দেয়ালগুলি আগে সাদা ছিল’

পূর্ণেন্দু পত্রী

ক্যানভাসে ময়লা সকাল

ভালোবাসার জীর্ণ কঙ্কাল

রঙিন কুহক-জলসায়

কুসুমের লাশ যাক-

উড়ে যাক- রৌদ্র ও জ্যোৎস্নায়

স্বপ্ন মানে অন্য রাস্তা নির্ঘুম ভ্রমণ

বিভ্রমের বধির বাতাসে

ঝরা পাতার নিশ্চুপ শব্দ-

বিরহ করুণ কোলাহল

অন্যদিন

সুন্দর ভ্রুকুটি- কালরাত্রি আগুনের

শোকঝড়-জোড়াতালি

ছেঁড়া ছায়া-উজ্জ্বল স্বপ্নের

ওলটপালট-মশকরা ঘড়ি-

ধুলোবালি হাসি-উড়ে যাক

ডালিমের রোদে-চোখের নিবিড় ঘর

স্পর্শে কাঁপা ফুলের সাগর-

সম্পর্কের তরুতলে থাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close