reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

পারভেজ আহসান

শেকড় ছেঁড়ার শব্দ-০৬

অসংখ্য মানুষ আসে অশ্বত্থের মনিচে

উৎসমূল-আত্মপরিচয়ের খোঁজে

এখানে এলে শিরায় শিরায় অনার্য-আর্য,

মুঘল-আফগান ও তুর্কির রক্ত নাচে

প্রাণের গভীরে বেজে ওঠে লালন সাঁই

রবীন্দ্রনাথের বাড়ির আঙিনায় এসে গায়-

‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও...’

তারা গায় নজরুলের প্রলয়ের গান-

‘তোরা সব জয়ধ্বনী কর!

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close