reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

মনসুর হেলাল

নিকষ অধ্যায়

বিবর্জিত হলো যদি নিকষ অধ্যায়

তবু কেন চিহ্নহীন বাহুল্যের দায়?

করোটিতে করোগেট খরাপ্লুত মুখ

সতীর্থের অন্তঃপীঠে অজ্ঞাত চাবুক।

কষ্টের তর্জমা করে প্রখর প্রজ্ঞানে

বিদেহী প্রহর কাটে নিঃসঙ্গ উত্থানে;

শূন্য সানকিতে মত্ত প্রণোদিত গ্রাস

দেউটিতে কেউটের মিটে না তরাশ!

সংজ্ঞাহীন প্রান্তিকের জৈব রসায়ন

রক্ত-ঘামে প্রাণপাত তরল বসন;

এক প্রস্থে অভিঘাত দ্বৈরথে আসীন

দূরাভাসে স্বপ্নরেখা বিপন্ন সাকিন।

অগ্নিবর্ণে ব্যাধি-বোধ শোকানলে ঢাক

কাম-ক্রোধে শাপ শ্রান্ত অধরা বৈশাখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close