reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

এনাম আনন্দ

বৈশাখী আমোদ

মোটা চালের সানকি ভরা ফুলের মতো ভাত

ঢেঁকিছাঁটা লালচে ভাতের মাড়, বইচা মাছের চড়চড়ড়ি;

কাঁচা আমের ডাল- নিত্য নিয়ে আসে বৈশাখী আমোদ।

খাঁখাঁ মাঠের সাত পদের ভাজি-ভর্তা- বাংলা সংস্কৃতির অমৃত!

বাড়ন্ত শিশু বাবার আঙুল ধরে যায় বৈশাখী মেলায়

রঙিন পুতুল, হাতি, ঘোড়া, বাঁশি, রেশমি চুড়ি, চুলের ফিতায়-

বাধা তার সোনালি শৈশব, বাঙালিয়ানা, আমাদের শিকড়।

মন কেড়ে নেয় বাউলের একতারার সুর

জিলাপি, মণ্ডা, বাতাসায় ডুবে থাকে চোখ,

নাগরদোলার স্বর্গ সুখে ভাসে অবুঝ শিশু।

কালবৈশাখী দমকা হাওয়া লণ্ডভণ্ড করে দেয় কুমারী ফুলের রেণু

শীতল হয় ধরণী, শীতল হয় মনে দুয়ার।

ধর্মান্ধতা থেকে বের হয়ে বাঙালি মেতে উঠবে বৈশাখী আমোদে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close