reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

শারমিন সুলতানা রীনা

অবসান

মাঝে মাঝে বৈশাখী ঝড়োহাওয়ায়

এলোমেলো হই খুব।

সা সা বাতাসে পাতা ঝরার শব্দে

শুনেছিলাম বেহাগের সুর।

ঋতু চক্রের সাথে জীবনের গতি বহমান

মানুষ আজীবনই অভ্যাসের কাছে পরাজিত।

গচ্ছিত রাখে মহাকালে আজন্ম বাসনা।

আমের মুকুল চারিদিকে ছড়িয়ে পড়ার

সুবাসিত ঘ্রাণে যখন নিমোহিত

হঠাৎ বেজে উঠেছিল বাঁশি

বিপৎসংকুল জেনেও ঘর ছেড়ে

উঠোনে দাঁড়াই

পেছনে জীবন সামনে প্লাবিত নদী,

আকাশে কোজাগরী চাঁদ।

কী এক সম্মোহিত শক্তির টানে

বহুকালের অবগুণ্ঠিত থাবা থেকে

মুহূর্তে উড়িয়ে দিই শাড়ির আঁচল।

মনের মাধুরী মিশিয়ে এঁকেছিলাম যে ছবি

দীর্ঘ প্রতিক্ষার পর ফিরে এলো সে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close