reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০২৪

মোরশেদুল ইসলাম

নতুন বছর

চৈত্রের ময়লাটে পাতা উল্টায় বৈশাখের বাতাস

আমাদের দেশে আসে নতুন বছর

নতুন, আনকোরা আরও এক সত্যের সম্মুখে

দাঁড়াই বুকভরা আশা নিয়ে...

যা কিছু গেছে চলে তা তো গেছেই চলে

কারো জন্য গোলাপ কারো জন্য তবু দুঃসহ বোঝা!

ক্যালেন্ডারের পাতায় কি আর হৃদয় থেমে থাকে?

সময়কে ছাড়িয়ে দূর বহুদূরে তার বিচলন

হলদে হয়ে পাতা ঝরে, ডাল মরে কালো হয়ে

আশারা দুর্মরূ হোঁচট খায়, আহত হয়

যেন সময়ের স্রোত, কী অদম্য!

রঙিন মোড়কে আসে আশাভরা নতুন বছর

চৈত্রের পুরান পাতা উল্টায় বৈশাখের বাতাস!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close