প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২০

গরম ও লবণপানিতে করোনা খতম

করোনাভাইরাসের ‘বিশেষ দুর্বলতা’ খুঁজে পেয়েছেন রাশিয়ার একদল বিজ্ঞানী। তাদের দাবি, এমনকি শুধু পানি দিয়েই করোনাভাইরাসের বৃদ্ধি ঠেকানো যেতে পারে। তবে সেটা লবণ পানি হলে আরো ভালো। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ বিজ্ঞানীদের বরাত দিয়ে সম্প্রতি জানিয়েছে, লবণ পানিতে খতম হবে করোনাভাইরাস।

সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, নোনা পানিতে করোনাভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না, তবে কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে। সে সময় পানির তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের আয়ু।

গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে প্রথম ২৪ ঘণ্টা করোনাভাইরাসের প্রায় ৯০ শতাংশ উপাদান মরে যায়। আর ৭২ ঘণ্টায় মরে যায় প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ। এমনকি ফুটন্ত পানির সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায় করোনাভাইরাস।

এদিকে করোনা মহামারি মোকাবিলায় আগামী অক্টোবর মাস থেকে নিজেদের তৈরি ভ্যাকসিন গণহারে প্রয়োগের পরিকল্পনা করছে রাশিয়া। গত সপ্তাহে নিজেদের ভ্যাকসিন আবিষ্কারের কথা জানান রাশিয়ার গবেষকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close