reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০২৪

পাকিস্তানের সাবেক অধিনায়ক আর নেই

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাঈদ আহমেদ দীর্ঘ রোগভোগের পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৫৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ৪১টি টেস্ট খেলেছেন সাঈদ। এই সময়ে ৪০.৪১ গড়ে ২ হাজার ৯৯১ রান করেছেন তিনি। রয়েছে পাঁচটি সেঞ্চুরি। যার মধ্যে তিনটি এসেছে ভারতের বিপক্ষেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বছর বয়সে অভিষেক সাঈদ আহমেদের। ওই টেস্টেই কিংবদন্তি হানিফ মোহাম্মদ ৯৭০ মিনিট ম্যারাথন ব্যাটিংয়ের রেকর্ড গড়েছিলেন। তার সঙ্গে ওই টেস্টেই তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছিলেন সাঈদ। তিনি অভিষেকে করেছেন ৬৫ রান!

সাঈদ তার পর এই হানিফ মোহাম্মদের বদলে ১৯৬৯ সালে স্বল্প সময়ের জন্য তিন টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। যার সবগুলো টেস্টই ড্রয়ে শেষ হয়েছে।

সাঈদ ভালো অফস্পিনও করতে পারতেন। হাত ঘুরিয়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাঈদ আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close