reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০২৪

দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরেছে সুরভী আক্তার প্রীতি, ইয়ারজান বেগম ও অর্পিতা বিশ্বাসরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তাগণ।

গতকাল (রোববার) কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র এক মাস আগে ঢাকায় অনূর্ধ্ব-১৯ সাফে ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সাগরিকাদের সাফল্যের পর তাদের অনুজরাও জিতলো দক্ষিণ এশিয়ার শিরোপা।

২০২২ সালের সেপ্টেম্বরে এই নেপাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে ফিরেছিল সাবিনা-কৃষ্ণা-সানজিদারা। সিনিয়রদের পর এবার বয়সভিত্তিক ফুটবলেও জয়জয়কার বাংলাদেশের মেয়েদের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close