ক্রীড়া প্রতিবেদক

  ২৪ মে, ২০২২

২২২ রানে লিড বাংলাদেশের

ছবি : সংগৃহীত

এবাদতের পর শ্রীলংকা শিবিরে সাকিবের আঘাত। এতে ১৩৯ রানে দুই উইকেট হারায় লঙ্কানরা। ৪৬ ওভারে দিন শেষে তাদের সংগ্রহ ১৪৩/২ রান। এতে বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে ২২২ রানে লিড নিয়ে এগিয়ে থাকলো।

দিমুথ করুনারত্নে ৭০ রানে অপরাজিত। আগামীকাল তার সাথে তৃতীয় দিন শুরু করবেন কাশুন রাজিথা।

ওশাদা ফার্নান্দোকে আউট করে ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এবাদত হোসেন। হাসপাতাল থেকে মাঠে ফেরা কুশল মেন্ডিসকে এলবিডব্লিউ করে ফেরান সাকিব আল হাসান। সোমবার দুপুরের খাবারের বিরতির আগে বাংলাদেশের ইনিংসে ফিল্ডিংয়ের সময়ে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে ছিলেন মেন্ডিস। সেখান থেকে মঙ্গলবার মাঠে ফেরেন লংকান তারকা ব্যাটার। ৪৯ বলে ১১ রান তুলতেই আউট হন।

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুটা টাইগারদের জন্য যতটা হতাশার, শেষটা ততটাই আনন্দময়। টস জিতে ব্যাটিংয়ে নেমেই ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। অবশ্য মুশফিকুর রহীম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৬৫ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় টাইগার বাহিনী।

ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটি গড়ার পথে মুশফিক-লিটন দুজনেই তুলে নেন সেঞ্চুরি। লিটন ১৪১ রানে আউট হলেও মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে।

লেজের ব্যাটাররা মুশফিককে যোগ্য সঙ্গ দিতে না পারায় কাঙ্খিত ডাবল সেঞ্চুরি করতে পারেননি মুশফিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রিকেট,বাংলাদেশ,শ্রীলঙ্কা,টেস্ট দল,মিরপুর স্টেডিয়াম,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close