reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২২

সেঞ্চুরিতে জবাব মুশফিকের

সেঞ্চুরি করে জবাব দিলেন মুশফিক। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিলেন এখনও ফুরিয়ে যাননি এই লিটল মাস্টার। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখা তিনি। ৮১ টেস্টে ৫ হাজার রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এতে সেঞ্চুরি ৭টি, হাফ সেঞ্চুরি ২৬টি। গড় ৩৬.৭৪। সর্বোচ্চ অপরাজিত ২১৯ রান।

চট্টগ্রাম টেস্টে ৫ হাজার থেকে ৬৮ রান দূরে থেকে নেমেছিলেন। মুশফিকের আগে সেঞ্চুরিয়ান তামিম ইকবালের সেই সুযোগ ছিল। কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ার কারণে সেটি পারেননি। তবে মুশফিককে ছাড়িয়ে গিয়েছিলেন। কিন্তু মুশফিক ব্যাটিংয়ে নেমে আবার তামিমকে ছাড়িয়ে যান।

৫ হাজার রান থেকে ১৯ রান দূরে আছেন তামিম। তার রান ৪ হাজার ৯৮১। আজ আবার ব্যাটিংয়ে নামলে তিনিও হয়তো করতে পারবেন ৫ হাজার।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ- প্রথম ইনিংসে ৪৩৪/৬ (১৫২ ওভার); শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭

আসিথা ফার্নান্দোর আগের ওভারে বেশ কয়েকটা শর্ট বল, কিন্তু ১৪৭তম ওভারে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। তার ব্যাটে বল লেগে পেছনে নিরোশান ডিকবেলার গ্লাভসে। ৭৩ বলে ৩৬ রানের জুটি ভেঙে গেল। সাকিব করেছেন ২৫ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাঈম হাসান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেঞ্চুরি,মুশফিক,টেস্ট,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close