reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২১

খরা কাটল মেসির, জিতল পিএসজি

পিএসজিকে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন লিওনেল মেসি। শনিবার (২০ নভেম্বর) লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে জিতে পিএসজি। কিলিয়ান এমবাপের গোলে শুরুতেই এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোলো মুয়ানি সমতা টানার অল্প কিছুক্ষণ পর তাদের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। শেষে জয় নিশ্চিত করেন মেসি।

প্রথমার্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত নঁত দ্বিতীয়ার্ধে দারুণভাবে জেগে ওঠে। ম্যাচ শেষে তাই গোলের উদ্দেশ্যে শট নেওয়ায় দুই দলই প্রায় সমানে সমান, পিএসজির ১৪ শটের সাতটি ছিল লক্ষ্যে, আর নঁতের ১২ শটের ছয়টি লক্ষ্যে।

লিগ ওয়ানে প্রথম গোলের জন্য মেসির অপেক্ষা শেষ হয় ৮৭তম মিনিটে। এমবাপের পাস ধরে সামনের একজনকে কাটিয়ে বাঁ দিকে একটু আড়াআড়ি গিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে দলকে উচ্ছ্বাসে ভাসান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

বার্সেলোনা ছেড়ে গত আগস্টে পিএসজিতে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল পেলেও দলটির জার্সিতে লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না। অবশেষে কাটল খরা।

১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লস। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নঁত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিএসজি,লিওনেল মেসি,লিগ ওয়ান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close