reporterঅনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর, ২০২১

চাকরি হারালেন বার্সার কোচ কোম্যান

ফাইল ছবি

ডাচ কোচ চাকরি হারাতে পারেন, সেই গুঞ্জন ছিল আগেই। রোববার ‘এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলে।

বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর সেই শঙ্কাই সত্যে পরিণত হলো। চাকরি থেকে বরখাস্ত হলেন বার্সেলোনার কোচ কোম্যান।

২০২০ সালের ১৯ আগস্ট বার্সার দায়িত্ব নেওয়ার পর ডাগআউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে'র শিরোপা।

লা লিগায় এবারের মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও অবস্থা খুব একটা ভালো না। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে আছে অবস্থান করছে তারা।

যদিও গত ২ অক্টোবর বার্সেলোনা সভাপতি জুয়ান লাপোর্তা বলেছিলেন, ফলাফল যাই হোক, কোম্যান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

কিন্তু চতুর্মুখী চাপে শেষ পর্যন্ত বরখাস্ত হওয়ার দুঃসংবাদ শুনতেই হলো কোম্যানকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,এল ক্লাসিকো,কোম্যান,বরখাস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close