reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০২১

মাহমুদুল্লাহ-আফিফের ব্যাটিংয়ে আশা জাগিয়েও হারল টাইগাররা

সিরিজ আগেই নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। ফলে সিরিজ নিষ্পত্তি হয় ৩-২ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল্লাহ ও আফিফ ছাড়া কেউই তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি। ফলে ২৭ রানে হার মানে টাইগাররা।

সিরিজের শেষ ম্যাচে ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র ১০ ওভারে ৪৮ রানে খরচা হয় উইকেট সাজঘরে ফিরেছেন লিটন দাস, নাঈম ইসলাম, সৌম্য সরকার মুশফিকুর রহিম এরপর মাহমুদুল্লাহ-আফিফ বিপর্যয় রোধ করার পাশাপাশি ৬৩ রানের জুটি গড়েন। ৪৩ বলে এ রান সংগ্রহ করেন তারা। ১৬তম ওভারের শেষ বলে দলীয় ১০৬ রানে লংঅনে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল্লাহ। এরপর আবারও আসা-যাওয়ার পালা। শেষ পর্যন্ত আফিফের হার না মানা ২৫ বলে ৪২ রানের সুবাধে ১৩৪ রান করে বাংলাদেশ।শেষ ১০ ওভারে দলীয় স্কোরে ৮৬ রান যোগ হয়। প্রথম ১০ ওভারে ৪ উইকেট খরচায় ৪৮ রানই এদিন হারের স্বাদ গ্রহণ করে বাংলাদেশ টিম। শেষ পর্যন্ত ২৭ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাচঁ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে আগের চার ম্যাচের রঙ গুছিয়েছে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে কিউইরা করেছে সংগ্রহ ১৬১ রান যা এই সিরিজের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড

শুক্রবার বিকালে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরুতেই ঝড়ো ব্যাটিং নিউজিল্যান্ডের দুই ওপেনার চড়াও হয় বোলারদের উপর ৩১ বলে ৫১ রানের পাটনারশীপ গড়ে এলিন-রবিন্দ্র এরপর . ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানে শরিফুল ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙেন তিনি রবিন্দ্রকে (১২ বলে ১৭) মিডঅপে মুশফিকুর রহিমের তালুবন্দী করেন ওই ওভারেই এক বল বিরতি দিয়ে ভয়ংকর অ্যালেনকেও তুলে নেন শরিফুল এরপর . ওভারে দলীয় ৭১ রানে ইয়ংকে ফেরান আফিফ

মন্থর উইকেটে আগের ম্যাচগুলোতে শুরুতে স্পিন আক্রমণ দেখা গেলেও এদিন তাসকিনকে দিয়ে আক্রমণ শুরু রিয়াদকিন্তু শুরুতে বাংলাদেশ বোলারের ওপর চড়াও হয় কিউই ব্যাটসম্যানরা প্রথম ১০ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন ৮১ রান মাঝে দ্রুত আরও উইকেট হারালেও লাথান সঙ্গী ম্যাককনিচকে সঙ্গী করে ৪৩ রানের জুটিতে ২০ ওভার শেষে দলীয় স্কোর ১৬১ তে পৌঁছাতে সক্ষম হন লাথান ৪৭ বলে হাফ-সেঞ্চুরি করেন

শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে রিয়াদ বাহিনী একাদশে আছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম তাসকিন আহমেদ সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে টিম ম্যানেজম্যান্ট তাদের বিশ্রামে পাঠিয়েছে

অপরদিকে নিউজল্যান্ড আসে একাধিক পরিবর্তন টম ব্লানডেল, হামিশ ব্যানেট, ব্লেয়ার টিকনাররা একাদশে জায়গা হারিয়েছেন তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্কট কুগেলেইন, জ্যাকব ডাফি বেন সিয়ার্স

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,ব্যাটিং,আফিফ,মাহমুদুল্লাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close